মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি কমিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় বছরের আয়কর প্রদানের তথ্য প্রকাশ করেছে। শুক্রবার এসব নথি প্রকাশের ফলে দীর্ঘদিন ধরে চলমান লড়াইয়ের অবসান হলো। এমন সময় এগুলো প্রকাশ হলো যখন আর মাত্র কয়েক দিন পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করবে রিপাবলিকানরা। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের সংশোধিত আয়কর তথ্য প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টে কয়েক বছরের লড়াইয়ের সমঝোতা হয় গত মাসে। ৭৬ বছর বয়সী ট্রাম্পের এজন্য এটি বড় আঘাত। ক্ষমতায় থাকা অবস্থায় ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের দুইবার অভিশংসিত হয়েছিলেন তিনি। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে খালাস পান। ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার আগে এখন তিনি একাধিক আইনি বাধার মুখে পড়েছেন। এই মাসের শুরুতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে সহিংসতার ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি ফেডারেল প্রসিকিউটরদের নির্দেশ দিয়েচে ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ আনার জন্য। প্রতিনিধি পরিষদের হাউজ ওয়েইজ ও মিনস কমিটির চেয়ারম্যান রিচার্ড নিল ২০১৯ সালে ট্রাম্পের আয়কর প্রদানের তথ্য চেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, প্রেসিডেন্টে আয়কর রিটার্নের আইন মানা হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি কংগ্রেসের। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।