Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত কিন গ্যাংকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে চীন। শুক্রবার এই নিয়োগ দেওয়া হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পশ্চিমাদের বিরুদ্ধে কড়া বক্তব্য দেওয়ার জন্য পরিচিত এই কর্মকর্তাকে শীর্ষ কূটনীতিক হিসেবে নিয়োগ দিল বেইজিং। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র স্থলাভিষিক্ত হবেন ৫৬ বছর বয়সী কিন। ২০১৩ সাল থেকে চীনের কূটনৈতিক দিক দেখভাল করেন ওয়াং। কিন গত বছর থেকে ওয়াশিংটনে বেইজিংয়ের শীর্ষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক শক্তিধর দুটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার গুরুদায়িত্ব ছিল তার ওপর। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে জন্মগ্রহণ করেন কিন। তিনি ‘নেকড়ে যোদ্ধা’ উপাধি পেয়েছেন। পশ্চিমা শত্রু দেশগুলোর প্রতি কড়া প্রতিক্রিয়া জানানো চীনা কূটনীতিকদের এই উপনাম দেওয়া হয়। ২০২০ সালে কিন বলেছিলেন, পশ্চিমা বিশ্বে চীনের ভাবমূর্তিক্ষুণ্ন হওয়ার কারণ ইউরোপীয় ও আমেরিকানরা। চীনের রাজনৈতিক ব্যবস্থা কিংবা দেশটির অর্থনৈতিক উত্থানকে কখনো মেনে নিতে পারেনি। কয়েক বছর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্বও পালন করেন কিন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুবাদে তাঁকে ২০১৮ সালের আগে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রায়ই দেখা যেত। কিন ২০১৮ সাল থেকে গত বছর নাগাদ উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পশ্চিমাদের কাছ থেকে চীনের শেখার কিছু নেই- এর আগে দেশটির এমন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন কিন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ