Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

আনিসুজ্জামান-এর জন্মজয়ন্তীতে ‘আলোকযাত্রা’র প্রদর্শনী আজ

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রবীণ শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান-এর জন্মদিন ছিল গতকাল ১৮ ফেব্রুয়ারি। এই জীবন্ত কিংবদন্তীর ৭৯তম জন্মজয়ন্তীকে সামনে রেখে তরুণ নির্মাতা শ্যামল চন্দ্র নাথ আনিসুজ্জামানের জীবন ও কর্মের ওপর ‘আলোকযাত্রা’ শীর্ষক এক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। আজ ১৯ ফেব্রুয়ারি প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উপস্থিত থাকবেন ড. আনিসুজ্জামান, সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট ফোকলোরবিদ ড. শামসুজ্জামান খান, প্রধান অতিথি হিসেবে থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং বিশেষ অথিতি হিসেবে থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক আনিসুল হক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী। অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন কথাসাহিত্যিক ঝর্না রহমান। উল্লেখ্য, প্রামাণ্যচিত্রটি প্রযোজনা ও পরিবেশা করেছে ফুল ফ্রেম সিনেমা। এখানে তুলে ধরা হয়েছে আনিসুজ্জামানের কর্মময় ও ঘটনাবহুল জীবনেরর নানাদিক। রাজধানী শহরের বিভিন্ন স্থানে এই তথ্যচিত্রের চিত্রায়ণ হয়েছে। দেশ বিভাগ, দেশান্তরী হওয়া, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাত্তোর বাংলাদেশ পুনর্গঠনের ব্যাপারে আনিসুজ্জামানের কিছু মূল্যবান কথা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এ এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনিসুজ্জামান-এর জন্মজয়ন্তীতে ‘আলোকযাত্রা’র প্রদর্শনী আজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ