Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় মাদরাসার একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আবু সুফিয়ান শান্ত খলাপাড়া এলাকার হান্নান মিয়ার ছেলে। সে মদিনাতুল মনোয়ারা মাদরাসা ও এতিমখানায় মক্তব বিভাগের আবাসিক শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এশার নামাজের আযানের পর শিক্ষার্থীরা নামাজে যেতে তাদের কক্ষ থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়। নামাজ শেষে ফিরে এসে অন্য শিক্ষার্থীরা তাদের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় শান্ত ঝুলে রয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাদরাসার সুপার মাওলানা আবু হানিফের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্বব হয়নি। কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক বলেন, গতকাল শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ