মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আনুমানিক ১৮ কোটি ডলারে তাইওয়ানের কাছে ট্যাংকবিধ্বংসী মাইন ছড়ানোর অস্ত্র ব্যবস্থা বিক্রি করতে সম্ভাব্য চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পেন্টাগন এ তথ্য জানিয়েছে। বেইজিং এবং তাইপেইয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই পদক্ষেপটি এলো। মার্কিন আইন অনুযায়ী নির্বাহী শাখাকে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি অস্ত্র বিক্রির সম্ভাব্যতা সম্পর্কে কংগ্রেসকে অবহিত করতে হয়। কিন্তু আইন প্রণেতারা পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগনকে এগিয়ে যাওয়ার অনানুষ্ঠানিক অনুমোদন না দিলে সাধারণত সেই বিজ্ঞপ্তি দেওয়া হয় না। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তিটি কার্যকর হতে প্রায় এক মাস সময় লাগবে। এই অস্ত্র ব্যবস্থাটি তাইওয়ানের বাহিনীকে আরো দক্ষ করতে এবং ‘অপ্রতিসম যুদ্ধ’ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। মন্ত্রণালয় বলেছে, ‘তাইওয়ানের কাছাকাছি এলাকায় চীনা কমিউনিস্ট পার্টির ঘন ঘন সামরিক কার্যকলাপ আমাদের জন্য গুরুতর সামরিক হুমকি। ’ তারা এই সামরিক চুক্তিকে ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার ভিত্তি’ হিসেবে ব্যাখ্যা করেছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্রের প্রধান উৎস, যা চীনকেক্ষুব্ধ করে। চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে থাকে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে দখল করার প্রতিশ্রুতি দেয়। তাইওয়ান বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং আক্রমণ করা হলে আত্মরক্ষা করার কথা জানিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।