Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্কিন-চীন যুদ্ধবিমান ১০ ফুট ব্যবধানে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

একটি চীনের সামরিক যুদ্ধবিমান বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমানের ১০ ফুটের মধ্যে চলে এসেছিল। মার্কিন বিমানটিকে তখন আন্তর্জাতিক আকাশসীমায় সংঘর্ষ এড়াতে কৌশলগতভাবে সরে আসতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়, চীন সাগরে বিতর্কিত আকাশে চীনের সামরিক বিমানের ক্রমবর্ধমান বিপজ্জনক আচরণের সাম্প্রতিক প্রবণতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করার পরে এই খবর আসে। মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ২১ ডিসেম্বরের ঘটনায় যে বিমানটি মার্কিন ফাইটার জেট আরসি-১৩৫ এর কাছে এসেছিল সেটি ছিল একটি চীনের নৌবাহিনীর ফাইটার জেট জে-১১। আমরা বিশ্বাস করি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমস্ত দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, চীনের বিমানটি ডানার ১০ ফুট এবং মার্কিন বিমানের নাকের ২০ ফুটের মধ্যে চলে এসেছিল। সংঘাত এড়াতে তখন মার্কিন যুদ্ধবিমানটিকেই সরে যাওয়ার কৌশল নিতে হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীন সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছে। মন্তব্যের জন্য চীনের ওয়াশিংটন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বেইজিং অতীতে একাধিকবারই ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছিল, দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজ ও বিমান শান্তির জন্য ভালো নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতে, তাদের বিমান ও জাহাজগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অঞ্চলে নৌচলাচল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। চীন দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশকে নিজেদের বলে দাবি করে। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ