Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ১১ দলের গণ মিছিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:০৩ পিএম

১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণ মিছিল করেছে নবগঠিত জাতীয়তাবাদী সমমনা জোট (১১দল)।

 

শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে গণ মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর ঘুরে পুনরায় প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে গণ মিছিলের সমাপ্তি হয়। সমাবেশে আগামী ১১ জানুয়ারি রাজধানীতে জোটের পক্ষ থেকে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

 

গণ মিছিলে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএল'র শাহাদাত সাইফুদ্দিন আহমেদ মনি, মো: আকবর হোসেন, পিপলস লীগের অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাস, বিকল্পধারা বাংলাদেশে অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীনপ অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাম্যবাদী দলের নূরুল ইসলাম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দ এবং মাইনরিটি পার্টির সুকৃতি ম-লসহ জোটের নেতারা অংশ নেন। মিছিলে জোটের শরিকরা নিজ নিজ ব্যানার নিয়ে গণ মিছিলে অংশ নেন।

 

গণ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকারকে সংসদ ভেঙ্গে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশকে পুলিশী রাষ্ট্রে পরিনত করতে দেয়া হবে না।

 

তিনি বলেন, দেশের জানমালের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্য লাগামহীন। এদিকে সরকারের কোনো নজর নেই। তারা ব্যস্ত লুটপাটে। সরকারের সময় শেষ, তাই যে যেভাবে পারছে নিজেদের আখের গোছাচ্ছে। পালানোর পথ নেই। সকল অন্যায় ও দূর্ণীতির বিচার এদেশের জনগণ করবেই।

 

 

জাতিয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান,জাগপা সভাপতি বীরমূক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা চেয়ারম্যান ড. নুরুল আমিন ব্যাপারি,ন্যাপভাষানি চেয়ারম্যান এড.আজাহারুল ইসলাম, গনদলের চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি,সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১১ দল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ