Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে ৩ সপ্তাহে ৩৬১ মাদক পাচারকারী আটক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সউদী আরবে চলতি মাসে মাদক পাচারের দায়ে শত শত লোককে গ্রেপ্তার করা হয়েছে। সউদীর সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কর্নেল মিসফার আল-কুরাইনি বলেছেন, ৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সউদীর নাজরান, জাজান, আসির এবং তাবুক অঞ্চলে স্থল টহল পরিচালনা করা হয়। এ সময় ২৯ দশমিক ২ টন খাট মাদক এবং ৭৬৬ কেজি হাশিশ পাচারের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। আল-কুরাইনি জানান, এ সময় মোট ৩৬১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এর ২৩ জন সউদী, ২৬১ জন ইয়েমেনি, ৭০ জন ইথিওপিয়ান এবং সাতজন ইরিত্রিয়ান। আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দকৃত মাদক উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আল-কুরাইনি। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ