Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দালাই লামার ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

তিব্বতি ধর্মগুরু দালাই লামার ওপরে নজরদারি চালানোর অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভারতের বিহার পুলিশ গয়া জেলার বুদ্ধ গয়া শহর থেকে তাকে আটক করেছে। এদিন সকালেই সং জায়োলাম নামের ওই অভিযুক্তের বিষয়ে সতর্কতা জারি করেছিল পুলিশ। তার স্কেচ প্রকাশ করে শুরু হয়েছিল তল্লাশিও। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। বুদ্ধ গয়ায় সফরে গেছেন বৌদ্ধদের আধ্যাত্মিক গুরু দালাই লামা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সেখানে রোজ বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। দালাই লামা এ বছর বুদ্ধ গয়ায় তার বার্ষিক সফর পুনরায় শুরু করেছেন, যা করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে স্থগিত ছিল। এ ঘটনায় মহাবোধি মন্দির কমপ্লেক্সের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তথ্য অনুসারে, সন্দেহভাজন চীনা গুপ্তচর এক বছরেরও বেশি সময় ধরে বুদ্ধ গয়াসহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করছিল। সংবাদ প্রতিদিন, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ