Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ার পাম তেল রফতানিতে কড়াকড়ি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদন ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া তেল রফতানিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তেল রফতানিতে কড়াকাড়ি নিয়ম আরোপ করবে দেশটি। যেন বিদেশে কম রফতানি হয়। মূলত নিজ দেশের চাহিদা পূরণ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে পাম তেল উৎপাদনকারীরা ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ বাজারে যে পরিমাণ তেল বিক্রি করে থাকেন তার আট গুণ রফতানি করতে পারেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এটি ছয় গুণ করা হবে। মানে অভ্যন্তরীণ বাজারে ১ টন তেল বিক্রি করলে বিদেশে রফতানি করতে পারবেন ৬ টন। ইন্দোনেশিয়ার মেরিটাইম এন্ড ইনভেস্টমেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের কর্মকর্তা সেপ্তিয়ান হারিও সেতিও রয়টার্সকে বলেছেন, ‘অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিতে, বিশেষ করে বছরের প্রথম চার মাসের সরবরাহ ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সেতিও জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি, ভোজ্য তেলের সরবরাহ ও দাম বিবেচনা করে পর্যায়ক্রমে রফতানির পরিমাণ বৃদ্ধি করা হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ