Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকং তুলে নিচ্ছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

চীনের পর এবার হংকং প্রশাসনও তাদের কোভিড বিধিনিষেধের প্রায় পুরোটাই প্রত্যাহার করে নিয়েছে। বিবিসি জানায়, বৃহস্পতিবার থেকে এশিয়ার বৃহৎ এই বাণিজ্য নগরীতে আসা মানুষদের আর বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে হচ্ছে না। টিকাদানের সনদ দেখানোর নিয়মও বাতিল করা হয়েছে। তবে জনসম্মুখে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে। কোভিড-১৯ মহমারীর বিস্তার রোধে খুবই কঠোর ব্যবস্থা আরোপ করা নগরীগুলোর অন্যতম ছিল হংকং। চীনের অংশ হলেও হংকং স্বায়ত্তশাসিত। কোভিড বিধির অংশ হিসেবে হংকংয়ে এতদিন বাইরে একসঙ্গে ১২ জনের বেশি জড়ো হওয়া নিষেধ ছিল। বৃহস্পতিবার থেকে এটাও বাতিল হয়ে যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ