Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এবার রোনালদোর ছেলেও ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১০:৪৩ এএম

কিছুদিন আগেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার রেড ডেভিলদের সঙ্গে সম্পর্ক শেষ করে দিল তার ছেলে জুনিয়র রোনালদোও। এক কথায় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল রোনালদোর। সবশেষ কাতার বিশ্বকাপের কয়েকদিন আগেই ক্লাবের বিরুদ্ধে এক সাক্ষাৎকারে বোমা ফাটান তিনি। তারপরই দুই পক্ষ সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এবার বাবার দেখানো পথেই হাঁটল তার ছেলে।

ম্যান ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে ফিরে গেছে রোনালদোর ছেলে। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে এখনো রোনালদো বা ইউনাইটেড অথবা রিয়াল মাদ্রিদ কোনো পক্ষই কোনো মন্তব্য করেনি। এর আগেও অবশ্য রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির হয়ে খেলেছিল ১২ বছর বয়সী জুনিয়র রোনালদো। যেখানে ২০ ম্যাচে ৫০টি গোল রয়েছে তার। ইতালির ক্লাব য়্যুভেন্তাস থেকে রোনালদো ম্যান ইউতে ফিরে আসার পরই জুনিয়র রোনালদোও চলে আসে রেড ডেভিলদের ডেরায়।

গত নভেম্বরের শুরুর দিকে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন পর্তুগিজ মহাতারকা। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী তারকা বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে, কেউ যেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি মনে করি, কিছু মানুষ আমাকে ইউনাইটেড চায় না। এটা শুধু এই বছরের ঘটনা নয়। এর আগের বছরেও এই ঘটনা ঘটেছে।’

এমনকি তিনি আরও বলেছিলেন, ‘কোচ এরিক টেন হ্যাগের জন্য আমার কোনো সম্মান নেই। কারণ আমাকেও তিনি সম্মান দেখান না। কেউ আমাকে সম্মান না দিলে আমি তাকে সম্মান দিই না। সত্যি কথা বলতে, স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায় নেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো উন্নতি হয়নি।’

আর এরপরই ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘পারস্পরিক সহমতের বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ