নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলে গিয়েই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের ক্রিকেটার রিশভ পন্ত। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে বাড়ি ফেরার সময় তার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন ভারতের এই উইকেটরক্ষক। শুক্রবার ভোরে ভারতের উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্ত। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি। মাথায় চোট পাওয়ার পাশাপাশি পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পন্তের। অস্ত্রোপচারও করতে হতে পারে তার।
পন্ত নিজেই তার গাড়িটি চালাচ্ছিলেন। পন্তের বিএমডব্লিউ গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারার সাথেসাথেই আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পন্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু তাকে যেকোনো সময় দিল্লির কোনো এক হাসপাতালে স্থানান্ত করা হবে।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, পন্তের অবস্থা স্থিতিশীল। যেকোনো সময়ে তাকে দিল্লির হাসপাতালে নেয়া হবে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।