Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পেলে সর্বকালের সেরা-এমবাপে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১০:২০ এএম

দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। ফুটবলের দুঃখের এক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে ব্রাজিল মানেই পেলে।

‘পেলে সর্বকালের সেরা ক্রীড়াবিদের চেয়েও বড় ছিলেন। ফুটবলের রাজা ছিলেন বিজয়ী ব্রাজিলের চূড়ান্ত প্রতিনিধিত্বকারী। কোনো কিছুতেই ভীত হতেন না তিনি। ত্রেস কোরাকোয়েসে জন্ম নেওয়া কালো, দরিদ্র এক ছেলে পেলে আমাদের দেখিয়েছেন, সব সময়ই নতুন কোনো পথ থাকে।’

এছাড়া তিনি বলেন,‘তিনি তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি বিশ্বকাপ জিতবেন, তিনি জিতেছিলেন তিনটি। ব্রাজিলের হয়ে ১১৩ ম্যাচে করেছিলেন ৯৫ গোল। রাজা আমাদের নতুন ব্রাজিল দিয়েছেন, আমরা কেবল তার লেগাসির জন্য তাকে ধন্যবাদই দিতে পারি। ধন্যবাদ পেলে।’

টুইটারে পেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন ফ্রান্স ও পিএসজি ফরোয়ার্ড এমবাপে। তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন আরেকবার। ‘ফুটবলে রাজা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার লেগাসি আজীবন স্মরণে থাকবে। শান্তিতে ঘুমান রাজা…।’

এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল টুইটারে লিখেছে, ‘খেলাটির একজন কিংবদন্তি, আইকন ও সত্যিকারের গ্রেট, যিনি চিরদিন স্মরণে থাকবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ