মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে যাওয়া মেডিকেল পর্যটকদের প্রাথমিকভাবে বেশিরভাগই কসমেটিক সার্জারি করতে যান। বুধবার স্বাস্থ্য পর্যটন সংস্থার পরিচালক ডা. দিয়াকো আব্বাসি একথা বলেন।
তিনি বলেন, ইরাক, আফগানিস্তান, ওমান, আজারবাইজান এবং বাহরাইন থেকে আসা যাত্রীরা ইরানের চিকিৎসা খাতের সবচেয়ে বড় অংশীদার।করোনাভাইরাস প্রাদুর্ভাব পর্যন্ত চিকিৎসা পর্যটন থেকে ইরানের বছরে আয় হয়েছে ১ বিলিয়ন ডলার।
তিনি আরও জানান, কসমেটিক সার্জারির পাশাপাশি আন্তর্জাতিক রোগীরা সাধারণত অঙ্গ প্রতিস্থাপন, চক্ষুবিদ্যা এবং বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য ইরানকে বেছে নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সংকলিত তথ্য থেকে জানা যায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান বছরে গড়ে ১০ লাখ মেডিকেল পর্যটক গ্রহণ করে।
আব্বাসি বলেন, শিরাজ, মাশহাদ, ইয়াজদ, তাবরিজ, উরমিয়া, আহভাজ, রামসার, আরদাবিল, কেরমানশাহ, তেহরান, ইসফাহান এবং সানন্দজ চিকিৎসা পর্যটকদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য।
সূত্র: তেহরান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।