মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের সরকার বলছে, গত ফেব্রুয়ারিতে রাশিয়া যুদ্ধ শুরু করার পর এযাবতকালের মধ্যে সবচেয়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং অন্তত তিন জন আহত হয়েছে।
পশ্চিমের লভিভ শহরে মেয়র জানিয়েছেন, সেখানে বোমার আঘাতে নব্বই ভাগ এলাকাতেই কোন বিদ্যুৎ নেই। দক্ষিণের ওডেসা এবং উত্তর-পূর্বের শহর খারকিভেও বিস্ফোরণ ঘটেছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা মাঝপথে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, সর্বশেষ দফায় রাশিয়া অন্তত ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে তারা ৫৪টি ক্ষেপণাস্ত্র মাঝপথে থামিয়ে দিতে সক্ষম হয়।
এর আগে প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল ১২০টির বেশি। রুশ হামলা শুরুর পর বিমান হামলার সতর্ক সংকেত বাজতে থাকে প্রায় পাঁচ ঘণ্টা করে। দক্ষিণের ওডেসা অঞ্চলের নেতা ম্যাক্সিম মারচেংকো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে এক বিরাট হামলা শুরু হয়েছে। সেখানে তারা ২১টি রুশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রুশরা আকাশ এবং সাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে এবং এই হামলা চলছে বিভিন্ন দিক থেকে। বেশ কিছু কামাকাজে ড্রোনও ব্যবহার করা হচ্ছে। দেশজুড়ে এই হামলার সময় সাইরেন দিয়ে লোকজনকে সতর্ক করে দেয়া হয়। প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সবাইকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
কিয়েভে এই হামলার সময় আকাশেই ধ্বংস করা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শহরের মেয়র দাবি করছেন, কিয়েভের আকাশে ১৬টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম লিখেছেন, সেখানে ৫টি রুশ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করে ফেলা হয়েছে।
ইউক্রেনের সাম্প্রতিক কয়েকদিন ধরে রাশিয়া অনেক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং এর ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রুশ বাহিনী ইচ্ছে করেই বার বার বেসামরিক স্থাপনায় হামলা করছে বলে কিয়েভ যে অভিযোগ করছে, তা মস্কো অস্বীকার করছে।
ইউক্রেনের সরকার পশ্চিমা দেশগুলোর কাছে বার বার এমন ধরনের সামরিক অস্ত্রশস্ত্র দেয়ার অনুরোধ করছে, যেগুলো দিয়ে তারা রাশিয়ার এরকম ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলা করতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে বলে অঙ্গীকার করেছে। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।