নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম ইনিংসে বড় লিড নিয়ে ম্যাচে চালকের আসনেই ছিল বিসিবি মধ্যাঞ্চল। এরপর বল হাতে বিসিবি উত্তরাঞ্চলের ৪ উইকেট তুলে নিয়ে আরও জুতসই করেছিল নিজেদের অবস্থান। তৃতীয় দিনে আরও ২ উইকেট শিকার করেন পেসার আবু হায়দার রনি। বুক চিতিয়ে লড়েও হারের হাত থেকে দলকে বাঁচাতে পারলেন অধিনায়ক আকবর আলি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতপরশু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে মধ্যাঞ্চল। উত্তরাঞ্চল দ্রুত গুটিয়ে যাওয়ায় সহজ লক্ষ্য পায় মধ্যাঞ্চল। ৮২ রানের সেই বাধা অপরাজিত থেকে নিরাপদেই পাড়ি দেন দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মজিদ।
এর আগে ৪৪ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করা উত্তরাঞ্চল গুটিয়ে যায় আর ১২৫ রান যোগ করতেই। ৪ উইকেট ঝুলিতে নেন রনি। দিনের দ্বিতীয় ওভারেই রনির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন নাসির হোসেন। ফিফটির কাছে গিয়ে আউট হয়ে যান সাইফ। তার ৪৩ রানের ইনিংসের সমাপ্তি টানেন আরিফুল হক। এরপর সোহরাওয়ার্দি শুভর সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা চালান আকবর। ৫৬তম ওভারে ১৬ রান করে শুভ ফিরে গেলে ভাঙে ৪৩ রানের জুটি। সালাউদ্দিন শাকিল ফিরে যান মাত্র ১ রান করেই। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেন আকবর। তাকেও ফেরান রনি। ২ উইকেট শিকার করেন মুশফিক হাসান।
জবাবে মজিদ রয়ে সয়ে খেললেও ওয়ানডে মেজাজে ফিফটি হাঁকান মামুন। ৯ চার ও ৩ ছয়ে অপরাজিত থাকেন ৭০ বলে ৬৬ রান করে। অপর প্রান্তে মজিদ অপরাজিত থাকেন ৩৬ বলে ১৭ রানে।
এদিকে, কক্সবাজারে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চলের ম্যাচটি হয়েছে ড্র। শেষ দিনে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস থামে ২৬০ রানে। প্রথম ইনিংসে ১৫ রানের লিড থাকায় প্রতিপক্ষকে তারা দেয় ২৭৬ রানের লক্ষ্য। শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে ১৩.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৭ রান করে দক্ষিণাঞ্চল। দলকে নিরাপদ পুঁজি এনে দেওয়ার নায়ক প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জহুরুল ইসলাম এবারও করেন ফিফটি। ৫ চারে ৬২ রানের ইনিংস খেলেন জহুরুল। প্রথমভাগে তার ব্যাট থেকে এসেছিল ১৪৫ রান। এতে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
প্রথম ইনিংসে ১ রানের জন্য ফিফটি না পাওয়া আশরাফুল এবার ৭ চারে করেন ঠিক ৫০ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ফিফটিতে রুয়েল খেলেন ২ ছক্কা ও ৭ চারে ৬০ রানের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে দুর্দান্ত বোলিংয়ে ৪২ রানে ৫ উইকেট নেন মইন খান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান এই অফ স্পিনার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।