Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

গোয়াদারে এক মাসের ১৪৪ ধারা জারি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানের বন্দর নগরী গোয়াদারে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলে এবং সমুদ্রতীরবর্তী মানুষদের অধিকারের দাবিতে ‘হক দো তেহরিকের’ আন্দোলনে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর এই ঘোষণা দেয়া হয়। গত মঙ্গলবার আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মারা যান এক পুলিশ সদস্য। এর প্রেক্ষিতে হক দো তেহরিকের চেয়ারম্যান মাওলানা হিদায়েতুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে বেলুচিস্তানের আঞ্চলিক সরকার। বেলুচিস্তান পুলিশের অভিযোগ, মাওলানা হিদায়েতুরের লোকদের গুলিতেই কনস্টাবল ইয়াসির সাইদ নিহত হয়েছেন। তাকে সেখানে মোতায়েন করা হয়েছিল আন্দোলনকারীদের নিরাপত্তার খাতিরেই। এদিকে মাওলানা হিদায়েতুরের বিরুদ্ধে মামলা দেয়ার বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু করে তার দলের কর্মীরা। ফলে বন্দর শহরটির শৃঙ্খলা ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফলে আগামী এক মাস সেখানে একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষ জড়ো হতে পারবে না। এছাড়া কোনো ধরণের অস্ত্র বহণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কনস্টেবলের মৃত্যুর প্রতিক্রিয়ায় ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী। ঘটনার একটি প্রতিবেদন চাওয়া হয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ধরনের ঘটনা অসহনীয়। এদিকে গোয়াদরের সরবন্দান এলাকার কাছে বিক্ষোভ শুরু করেছে হক দো তেহরিকের কর্মীরা। এতে সেখানকার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে পুলিশ হক দো তেহরিকের নেতা হুসেন ওয়াদালা সহ সাত জনকে গ্রেপ্তার করে। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ