মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (বুধবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নববর্ষের ভাষণ দিয়েছেন।
তিনি বলেন, ২০২২ সালে যুদ্ধ, আগুন, খরা, দারিদ্র্য ও ক্ষুধা এড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন জায়গার ১০ কোটি মানুষ স্থানান্তরিত হয়েছেন। ২০২৩ সালে আমাদের জন্য আগের যে কোন সময়ের চেয়ে বেশি শান্তি প্রয়োজন।
একে অপরের মধ্যে শান্তি বাস্তবায়ন করে সংলাপের মাধ্যমে সংঘর্ষ বন্ধ করতে হবে। প্রকৃতি ও জলবায়ুর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করে একটি আরো টেকসই বিশ্ব প্রতিষ্ঠা করতে হবে। পরিবারে শান্তি বাস্তবায়ন,নারী ও শিশুদের মর্যাদার সাথে নিরাপদ পরিবেশে থাকা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সড়ক ও কমিউনিটিতে শান্তি বাস্তবায়ন করে পুরোপুরিভাবে সকলের অধিকার রক্ষা করতে হবে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।