Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনায় দুই শতাধিক যানবাহন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঘন কুয়াশার মধ্যে চীনের ঝেংঝু শহরের একটি সেতুতে একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে দুই শতাধিক যানবাহন। দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। চীনা সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ওভিডিওগুলিতে ঝেংজিন হুয়াংহে সেতুতে গাড়ি ও ট্রাকগুলি একে অপরের উপরে চূর্ণবিচূর্ণ এবং স্তূপ করা অবস্থায় দেখা গেছে। একটি ভিডিও ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘এটা খুব ভীতিকর। এখানে লোকে ভরা, আমার মনে হয় না আমরা সেতু থেকে নামতে পারব। আহতদের মধ্যে অনেকেই তাদের যানবাহনে আটকা পড়েছিলেন। গাড়িগুলো সরাতে এবং আহতদের উদ্ধারে ১১টি ফায়ার ট্রাক এবং ৬৬ জন উদ্ধার কর্মী পাঠানো হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, অনেক এলাকায় বুধবার সকালে দৃষ্টিসীমা ৫০০ মিটারের কম ছিল এবং কখনও কখনও ২০০ মিটার পর্যন্ত নেমে গিয়েছিল। উদ্ধারকারীরা জানিয়েছেন, দুই শতাধিক গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়েছে। সিসিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ