Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের জন্য কাজ করার চেয়ে ভাল কিছু হতে পারে না: মোস্তাফা জব্বার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৬:৪৮ পিএম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার চেয়ে ভাল কাজ আর কিছু হতে পারে না। ইন্টারনেটসহ ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল যোগাযোগের কাজে প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভূমিকা অপরিসীম। দেশ ও জাতির কল্যাণে এ বিভাগের কাজের যে সুযোগ রয়েছে তা আগামী দিনগুলোতে আরও বেশি করে কাজে লাগাতে হবে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমানের অবসর জনীত বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী বিদায়ী সচিব মো: খলিলুর রহমানকে একজন অত্যন্ত দক্ষ সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বলেন, এই বিভাগে তার এক বছর দুই মাস সচিব হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার স্বাক্ষর তিনি রেখেছেন। মন্ত্রী বিদায়ী সচিবের কর্মময় জীবনের সরকারি কাজের বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা ও সাংগঠনিক দায়িত্ব পালনে তার ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিদায়ী সচিব আগামী দিনগুলোতে মানুষের কল্যাণে নিজেকে কাজে লাগানোর দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোাগাযোগ বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ এরং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণ বক্তৃতা করেন।

বক্তারা খলিলুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার সুস্বাস্থা ও দীর্ঘায়ু কামনা করেন। এর আগে সচিবের সভাপতিত্বে এডিপি বৈঠক অনুষ্ঠিত হয়। সচিব হিসেবে তার কর্মজীবনের এটি ছিল শেষ এডিপি বৈঠক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ