বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব (চরমোনাই) বলেছেন, বর্তমান সরকার ইসলামী শিক্ষা বাদ দিয়ে হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী, যৌনাচার ও রাম-রামায়ণ শিক্ষা চালুর পাঁয়তারা করছে। আমরা মাঠে নেমেছি ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য। আমাদের আঙ্গুল যদি বাঁকা করতে হয় তাই করব, তবুও দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।
তিনি গতকাল বুধবার বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিতর্কিত জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ বাতিল এবং হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী নতুন শিক্ষাক্রম সংশোধনের দাবিতে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কচুকাটার মতো জবাই করে, নির্যাতন চালিয়ে হত্যা করা হচ্ছে। চীন মুসলিম রাষ্ট্র না হয়েও রোহিঙ্গা মুসলমানদের রক্ষার জন্য সীমান্ত খুলে দিয়েছে। কিন্তু ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানদের ঢুকতে দেয়া হচ্ছে না। তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহামুদুর রশিদ রিপন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামীক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আল আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।