Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমআরটি পাস দেওয়া হবে রাত ১০টা পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১:০৮ পিএম

আজ বৃহস্পতিবার সাধারণ যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয় ঢাকার প্রথম মেট্রোরেল। সকাল ৮টা থেকে যাত্রীরা এই রেলে ওঠার সুযোগ পান। বেলা ১২টায় চলাচল বন্ধ হয়। আগামী তিনমাস প্রতিদিন চার ঘণ্টা করেই চলবে এই ট্রেন। এদিকে প্রথম দিন টিকিট বা এমআরটি পাস নিয়ে কিছু সংকট তৈরি হয়। সকালে একক যাত্রার টিকিট দেওয়া হলেও পরে যাত্রীদের চাপে তা বন্ধ করা হয়। তবে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এমআরটি পাস দেওয়া হবে।
ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, প্রথমদিন ৫০০ টাকার নিচে কোনও পাস দেওয়া হচ্ছে না। তিনি সবাইকে ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে স্টেশন থেকে এ পাস কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ