নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো করতে পারেননি লিটন কুমার দাস। শেষ ইনিংসে এসে অবশ্য করেন ম্যাচের মোড় ঘোরানো এক ফিফটি। তাতেই আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর শুনলেন বাংলাদেশের সেরা ব্যাটার। দুই ধাপ এগিয়ে আবারও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিজের ও দেশের সেরা ১২তম অবস্থানে এসেছেন তিনি। বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসেও যা সেরা। এই কীর্তি গড়তে লিটন পেছনে ফেলেছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিকে।
গতকাল আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। তাতে দেখা যায় ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ১৪ নম্বরে। চলতি বছর মার্স মাসে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠেছিলেন লিটন, মে মাসে একই অবস্থানে তার রেটিং পয়েন্ট ছিল ৭২৪। পরের কিছু ম্যাচে প্রত্যাশা পূরণ না করায় দুই ধাপ নিচে নেমে যান তিনি। আবারও তার উত্তরণ হলো।
র্যাঙ্কিংয়ে লিটনই আছেন বাংলাদেশের ইতিহাস সেরা অবস্থানে। এর আগে তামিম ইকবাল ২০১৭ সালে ছিলেন ১৪ নম্বরে। চলতি বছরই তার রেকর্ড ভেঙে দেন লিটন। এবার সেই অবস্থান পুনরুদ্ধার করলেন তিনি। ভারতের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ¯্রফে ৮৬ রান করায় এক ধাপ নিচে নেমেছেন মুশফিকুর রহিম। তার এখন অবস্থান ২০। অধিনায়ক সাকিব আল হাসান তিন ধাপ নিচে নেমে আছেন ৪০ নম্বরে। চোটের কারণে ভারতের বিপক্ষে না খেলা তামিম এক ধাপ নিচে নেমে এখন আছেন ৪৩ নম্বরে। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের ইনিংস খেলে মুমিনুল হক এগিয়েছেন পাঁচ ধাপ। তার অবস্থান এখন ৬৮তম।
চট্টগ্রাম টেস্টে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসের সেঞ্চুরিতে ৭৭তম স্থান দিয়ে র্যাঙ্কিংয়ে প্রবেশ করেছিলেন জাকির হাসান। মিরপুর টেস্টে ফিফটি করে বাঁহাতি ওপেনার এগিয়েছেন আরও সাত ধাপ। পাঁচ ধাপ এগিয়ে কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আছেন ৯৩ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতই একে আছেন অস্ট্রেলিয়ার মারনাশ লাবুশান। ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। সেরা দশের বাকি জায়গাগুলতেও অদল বদল হয়নি। তবে রেটিং পয়েন্ট বেড়েছে বাবর আজম ও স্টিভেন স্মিথের। পাকিস্তান অধিনায়ক ৮৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে, ৮৭০ পয়েন্ট নিয়ে তিনে আছেন স্মিথ। চার ও পাঁচে আছে যথাক্রমে ট্রেভিস হেড ও জো রুট।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে তাইজুল এগিয়েছেন দুই ধাপ। তিনি আছেন ২৮ তম স্থানে। পরের জায়গাটিই মিরাজে। মিরপুরে প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তারও উন্নতি হয়েছে দুই ধাপ। দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে ছয় উইকেট নিয়ে সাকিব এক ধাপ এগিয়ে আছেন ৩২ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আছেন তিন নম্বরে। আগের মতোই দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন, শীর্ষে রবীন্দ্র জাদেজা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।