Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ হাজার বেসামরিক হতাহত হয়েছেন ইউক্রেন যুদ্ধে: জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৯:২২ পিএম

এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রায় ১৮ হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। প্রতিবেশি দেশটিতে রাশিয়ার চলমান ১০ মাসের যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে। -ডিপিএ

বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ইউক্রেনীয়দের প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ওএইসসিএইচআর বলছে, গত ২৪ ফেব্রুয়ারি মস্কো পুরোদমে সামরিক অভিযান শুরু করার পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনে ১৭ হাজার ৮৩১ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ৮৮৪ জন নিহত এবং ১০ হাজার ৯৪৭ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থা বলেছে, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতদের মধ্যে ৪২৯ জন শিশুও রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামান, বহুমুখী রকেট নিক্ষেপ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে। তবে এসবের বাইরেও দেশটিতে বিস্ফোরক অস্ত্রেরও ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ডনবাস অঞ্চল। যা দোনেৎস্ক এবং লুহানস্কের পূর্বাঞ্চল নিয়ে গঠিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ