Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পরমাণুর কারণে ভয় পাওয়া উচিত নয়’

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি সামরিক কর্মকা-ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছে। এর মধ্যেই দক্ষিণের আকাশে উত্তর কোরিয়ার ড্রোন পাঠানো নিয়ে উত্তাপ বেড়েছে। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের কারণে উত্তর কোরিয়াকে ভয় পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বুধবার এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে পূর্ব এশিয়ার এই দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপ। প্রেসিডেন্ট ইউন বলেছেন, উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্রের কারণে ভয় পাওয়া উচিত নয় এবং দেশটির উস্কানিকে অবশ্যই প্রতিশোধের সাথে মোকাবিলা করতে হবে। এদিকে উত্তর কোরিয়ার ড্রোন মোকাবিলায় ২০২৭ সাল পর্যন্ত ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, উত্তর কোরিয়ার ড্রোন প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫৬০ বিলিয়ন ওয়ান বা ৪৪১.২৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। দিন দু’য়েক আগে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় উত্তর কোরিয়ার ড্রোনের ঢুকে পড়া নিয়ে কোরীয় দ্বীপে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আকাশসীমা লংঘন করা উত্তর কোরিয়ার ড্রোনকে বাধা দিতে গিয়ে সেসময় দক্ষিণ কোরিয়ার একটি কেএ-ওয়ান অ্যাটাক বিমান বিধ্বস্ত হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ