Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপিটুনিতে গুজরাটে সেনা নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেলাজি বাঘেলা নামের সেনা সদস্য তার কিশোরী মেয়ের একটি ভিডিও অনলাইনে প্রকাশের পর প্রতিবাদ জানান। এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি অনলাইনে আপলোডের পর তা ভাইরাল হয়েছে। অভিযুক্ত হামলাকারীরা এক কিশোরের পরিবারের সদস্য। এই কিশোরের বিরুদ্ধে নিজের মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেছেন বাঘেলা। হামলায় বাঘেলার স্ত্রী ও ছেলেও আহত হয়েছেন। নিহত বাঘেলা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এ কর্মরত ছিলেন। পুলিশের কাছে নিহতের স্ত্রী মাঞ্জুলার দায়ের করা অভিযোগ অনুসারে, শনিবার রাতে খেড়া জেলায় এই হামলা হয়। বাঘেলা, তার স্ত্রী, দুই ছেলে ও তার এক ভাতিজা অভিযুক্ত কিশোরের বাড়িতে যান। সেখানে তার মেয়ের ভিডিও আপলোডের অভিযোগ করেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে ভিডিওটিকে আপত্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে দুইপক্ষের আলোচনা মারামারিতে গড়ায়। কিশোরের আত্মীয়রা বাঘেলা ও তার পরিবারের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে বাঘেলা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। মাথায় আঘাত পাওয়া এক ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জুডিসিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তারা কোনও মন্তব্য করেনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ