Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় কার্নিভালে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে ১৪ জনকে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৮:৩৯ পিএম

নাইজেরিয়ার বন্দর নগরী কালাবারে বাইকারদের একটি কার্নিভালে মদ্যপ এক ব্যক্তি ভিড়ের উপর গাড়ি চালিয়ে দিয়ে অন্তত ১৪ জনকে হত্যা করেছে। মঙ্গলবারের ওই ঘটনায় আরো ২৪ জন আহত হয়েছেন বলে জানায় বিবিসি।

ঘটনার ঠিক পরের কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, সড়কে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

একমাস ধরে চলা এই কার্নিভালে বেশ কিছু ইভেন্ট থাকে। ২০০৪ সাল থেকে এই কার্নিভাল শুরু হওয়ার পর তা দেশি-বিদেশি পর্যটকদের কাছে দারুণ আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এটি এখন আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ‘স্ট্রিট পার্টি’ তে পরিণত হয়েছে। এই কার্নিভালে যোগ দিতে পুরো ডিসেম্বর জুড়ে নানা দেশ থেকে পর্যটকরা নাইজেরিয়া ভিড় জমান।
মঙ্গলবার দুর্ঘটনার দিন বাইকারদের প্যারেড ছিল। নানা রঙ-বেরঙের পোশাক পরে হাজার হাজার মানুষ ওই প্যারেডে যোগ দিয়েছিলেন।

পুলিশ জানায়, মদ্যপ একজন গাড়ি চালক ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

ক্রস রিভার রাজ্যের গভর্নর ওই দুর্ঘটনার পরপরই ওই দিনের প্যারেড বাতিল ঘোষণা করেন এবং দ্রুত তদন্তের আহ্বান জানান।

মঙ্গলবারের প্যারেড বাতিল হলেও বুধবার থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কার্নিভালের অনুষ্ঠান চলবে। আতশবাজি জ্বালিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ওই কার্নিভাল শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ