Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

জীবন বাঁচাতে দৌড়ে পালাল সিংহের দল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এতে দেখা যাচ্ছে, হাতির পালকে আসতে দেখে দৌড়ে পালাচ্ছে সিংহের একটি বড় দল। সোমবার ল্যান্স নামক একটি টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপরই এটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত এটি ১৪ লাখ বারেরও বেশি দেখেছেন মানুষ। ভিডিওর শুরুতে দেখা যায়, শুয়ে ও বসে বিশ্রাম নিচ্ছে সিংহের দলটি। ওই সময় কয়েকটি সিংহকে ছোটাছুটি করতে দেখা যায়। তখন কারণ বোঝা না গেলেও পরবর্তীতে দেখা যায় হাতির একটি পাল তাদের দিকে এগিয়ে আসছিল। এক এক করে পুরো দলটিই পালিয়ে যায়। ল্যান্স নামক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘আমি ভাবছিলাম কি এমন আছে যেটির কারণে সিংহের দল এভাবে দৌড় দিল।’ ভিডিওটির নিচে অসংখ্য মানুষ মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘জঙ্গলের আসল রাজা হলো হাতি।’ আরেকজন লিখেছেন, ‘যেভাবে সিংহগুলো ওঠে দাঁড়াল আর দৌড় দিল, হাস্যকর ছিল।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ