Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার সন্দেহভাজন জঙ্গিকে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৮:২২ পিএম

ভারত অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জম্মু শহরের পাঞ্জতীর্থী-সিধরা সড়কে এ ঘটনা ঘটে। খবর এপির।

মুকেশ সিং নামে এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, বুধবার ‘অস্বাভাবিক চলাচলের’ কারণে একটি ট্রাক থামিয়ে তল্লাশি শুরু করে সেনারা। পরে ভেতর থেকে গুলি করা হলে সেনারাও পালটা গুলি চালায়।

পুলিশ জানায়, চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে এবং কর্তৃপক্ষ ওই ট্রাক থেকে অন্তত আটটি স্বয়ংক্রিয় রাইফেল ও কিছু গোলাবারুদ উদ্ধার করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে এবং তাকে ধরতে অভিযান চলছে।

তবে এ বন্দুকযুদ্ধ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি মার্কিন বার্তাসংস্থা এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ