মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার আলোচনা চালানোর কোন কারণ নেই। ন্যাটোর সম্প্রসারণ আসলে রাশিয়ার উপর যুদ্ধ চালানোর নামান্তর।
গত সোমবার রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রাশিয়ান সংবাদপত্রে প্রকাশিত এক প্রবন্ধে এ কথা বলেন।
তিনি বলেন, গত এক বছর ধরে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ চলছে। এসময় পশ্চিমা নেতাদের কথা ও কাজ ছিল ভয়ঙ্কর, যা রাশিয়া ও পশ্চিমা দুনিয়ার মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং আলোচনার সম্ভাবনা মুছে ফেলেছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো ১৯৯৯ সালের পর পাঁচবারের মতো সম্প্রসারিত হয়েছে। সদস্য দেশের সংখ্যা ১৬ থেকে ৩০ পর্যন্ত বাড়িয়ে পূর্ব দিকে সহস্রাধিক কিলোমিটার এগিয়ে রাশিয়ার সীমান্তে পৌঁছেছে ন্যাটো। এ ছাড়া, ন্যাটো ‘রঙিন বিপ্লব’ ষড়যন্ত্র করেছে। ফলে ইউক্রেনে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি এবং রাশিয়া-ইউক্রেন সম্পর্কের ধারাবাহিক অবনতি হয়েছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।