Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় অ্যাথলেটিক্স শুরু আজ

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আজ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে জয়যাত্রা ফাউন্ডেশন ৪০তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এদিন সকালে প্রধান অতিথি থেকে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  বীরেন শিকদার এমপি।  এসময় বিশেষ অতিথি থাকবেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির। এবারের জাতীয় অ্যাথলেটিক্সে ৬৪ জেলা, আট বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও দেশের সার্ভিসেস দলের প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেটরা অংশ নিচ্ছেন। ৩৬টি ইভেন্টের মধ্যে পুরুষ ২২ ও মহিলারা ১৪টি ইভেন্টে খেলবেন। তবে বরাবরের মতো এবারো হ্যান্ডটাইমিংয়েই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স মিট। প্রতিযোগিতা শেষ হবে ২৪ ডিসেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ