Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ‘শান্তিপূর্ণ শীর্ষসম্মেলন’ রাশিয়াকে ছাড়া অসম্ভব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:৪৬ পিএম

সম্প্রতি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, তার সরকার রুশ-ইউক্রেন সংঘর্ষ বন্ধে দুই মাসের মধ্যে জাতিসংঘে ‘শান্তিপূর্ণ শীর্ষসম্মেলন’ আয়োজন করার আশা করছে।

তিনি বলেন, সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন। তবে, রাশিয়া এতে অংশগ্রহণ করবে না বলে মনে করা হচ্ছে।

এ নিয়ে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বলেন, এ শীর্ষসম্মেলন রাশিয়াকে ছাড়া অসম্ভব।

তিনি বলেন, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী সদস্য পদ ‘অবৈধ’। আবার তারা ‘শান্তিপূর্ণ শীর্ষসম্মেলন’ আয়োজনের প্রস্তাব দেয়। ইউক্রেনের আচরণ পরস্পরবিরোধী। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ