Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে মোদি, দ্রুত আরোগ্য কামনা রাহুলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:১৩ পিএম

স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা’কে। খবর পেয়ে দ্রুত আহমেদাবাদ গেলেন মোদি। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই দ্রুত শরীরের অবনতি হয় ৯৯ বছরের হীরাবেনের। তারপরই তাকে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। এ মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এদিকে মোদির মা’র দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা লিখেছেন, ‘একজন মা ও পুত্রের মধ্যে ভালবাসা অনন্ত ও অমূল্য। মোদিজি, এই কঠিন সময়ে আমার ভালবাসা ও সমর্থন আপনার সঙ্গে রয়েছে। আমার আশা, আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাবেন।’

এদিকে প্রসঙ্গত, হীরাবেনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেয়নি সংশ্লিষ্ট হাসপাতাল। এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন গুজরাটের দুই বিজেপি বিধায়ক দর্শনাবেন বাঘেলা ও কৌশিক জৈন। গতকালই মোদির ভাই প্রহ্লাদ মোদি ও তাদের পরিবারের কয়েকজন সদস্য কর্ণাটকের মাইসুরুতে দুর্ঘটনার কবলে পড়েন। সেই দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হীরাবেনের অসুস্থতার খবর পাওয়া গিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মা এবছরই ১০০ বছর বয়স পূর্ণ করেছেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে তার শরীরে।

প্রসঙ্গত, বহুবারই মায়ের সঙ্গে তার সুসম্পর্কের কথা বলতে শোনা গিয়েছে মোদিকে। এমনিতে কোনও কর্মসূচিতে গুজরাটে গেলে নিজের ব্যস্ত সূচির মধ্যে সময় বের করে মায়ের সঙ্গে দেখা করেন মোদি। শেষবার প্রধানমন্ত্রী মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গুজরাটের ভোটের সময়। ভোট দিতে গিয়ে মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আসেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখা গিয়েছিল। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ