মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের সঙ্কট সমাধানের স্বার্থে তার প্রচেষ্টার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
তুরস্কের পার্লামেন্টের স্পিকার মুস্তফা সেন্টপ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার নামে প্রচেষ্টার জন্য আমি প্রেসিডেন্ট এরদোগানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। এটি আমার নিজস্ব আবেদন। অন্যান্য দেশ থেকেও আবেদন থাকবে।’
প্রসঙ্গত, তুরস্কের মতো মুসলিম বিশ্বেও এরদোগানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার নেতৃত্বে সিরিয়া ও লিবিয়াতে শান্তি স্থাপনের চেষ্টা চলছে। ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্যবাহী জাহাজ চলাচলের জন্য তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি চুক্তিতে মধ্যস্থতা করেন। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।