Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪২ বছর পর শীর্ষে ভারতের ২ ক্রিকেটার

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগে থেকেই টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন রবিন্দ্র জাদেজা। ৪২ বছর পর আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের প্রথম দুই স্থানে দেখা মিলল দুই ভারতীয়র। ১৯৭৬ সালে প্রথমবার টেস্ট বোলারদের শীর্ষ দু’টি স্থানে ছিলেন ভারতের দুই ক্রিকেটার। বাঁ হাতি স্পিনার বিষেন সিং বেদির পেছনে সেবার ছিলেন লেগ স্পিনার ভগবত চন্দ্রশেখর।
চেন্নাই টেস্টে ১৫৪ রানে ১০ উইকেট নিয়ে ৬৬ পয়েন্ট পেয়েছেন বাঁ হাতি স্পিনার জাদেজা। ৮৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অফ স্পিনারের সঙ্গে তার ব্যবধান এখন মাত্র ৮ পয়েন্টের। পঞ্চম ও শেষ টেস্ট শুরুর আগ ৮১৩ পয়েন্ট নিয়ে পাঁচে ছিলেন জাদেজা (৮৭৯)। ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা সিরিজে অশ্বিন নেন ২৮ উইকেট, জাদেজা ২৬টি।
টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন জাদেজা (৩৭৬)। এক ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার সেরা তিন নম্বরে। ব্যবধান কমিয়েছেন দুই নম্বরে থাকা সাকিব আল হাসানের (৪০৫) সঙ্গে। যথারীতি শীর্ষে আছেন অশ্বিন (৪৮২)। চেন্নাই টেস্টে ১৯৯ রানের ইনিংসে ক্যারিয়ার সেরা ৫১তম স্থানে উঠে এসেছেন লোকেশ রাহুল। অপরাজিত ৩০৩ রানের ইনিংসে ১২২ ধাপ এগিয়ে ৫৫ স্থানে এসেছেন করুন নায়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ