Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলবে রোমানারা

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দ্বি-পাক্ষিক সফরসূচিতে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। তবে নিরাপত্তা শঙ্কার অজুহাতে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করার পর পর দ. আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরও স্থগিত করে সে দেশের ক্রিকেট বোর্ড। দ্বিতীয় দফায় সফর পুনর্বিবেচনা করেও নারী ক্রিকেটারদের আপত্তিতে আসেনি প্রোটিয়া নারী ক্রিকেট দল। আগামী ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ বাছাই-পর্বকে সামনে রেখে আগামী মাসে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রাজি হয়েছে দ. আফ্রিকা নারী ক্রিকেট দল। আগামী ১২,১৪,১৬,১৮ও২০ জানুয়ারি  ৫০ ওভারের ম্যাচগুলো হবে কক্সবাজারে। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ নারী ক্রিকেট টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলংকার কাছে হেরে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল দ. আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৮ ডিসেম্বর থেকে শুরু করেছে অনুশীলন। ২৩ সদস্যের প্রাথমিক দল অনুশীলন শুরু করলেও কোচ ডেভিড ক্যাপেলকে এ মাসের অবশিষ্ট দিনগুলোতে পাচ্ছে না রোমানারা। খ্রিস্টমাসের ছুটিতে ডেভিড ক্যাপেল এখন অবস্থান করছেন ইংল্যান্ডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ