Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও এক কাতারে স্বাধীন বাংলা ফুটবল দল

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ১৯৭১ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। লাল-সবুজের স্বাধীনতাকামী আপামর জনতা ঝাঁপিয়ে পড়ে সেই যুদ্ধে। যে যার অবস্থানে থেকেই অংশ নেয় দেশ স্বাধীনের সংগ্রামে। ওই বছর ২৪ জুলাই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে ভূমিকা রাখে স্বাধীন বাংলা ফুটবল দল।  সেই দলের তৎকালীন তারকা ফুটবলাররা আবার একই কাতারে এসে দাঁড়িয়েছেন। তবে এবার ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশ ক্রীড়া সমিতি নামে একটি সংগঠনের ব্যানারে আবার এক হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের বীর সেনানীরা। পুনর্গঠন করা হয়েছে এই সংগঠনটিকে। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশ ক্রীড়া সমিতি পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। যা গতকাল চূড়ান্ত রূপ নেয়। কমিটিতে সভাপতি হিসেবে আছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রাখা হয়েছে দলের তারকা ফুটবলার সাইদুর রহমান প্যাটেলকে।
পুনর্গঠিত কমিটি
সভাপতি : তানভীর মাজহার ইসলাম তান্না, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্যাটেল, সহ-সভাপতি  কাজী সালাউদ্দীন ও এ কে এম নওশেরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক অমলেশ সেন, কোষাধ্যক্ষ এ এফ এম বদিউজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক   শেখ আশরাফ আলী, দফতর সম্পাদক  মো: আবদুস সাত্তার মিয়া। সদস্য  মো: জাকারিয়া পিন্টু, এস এম আইনুল হক, প্রতাপ শংকর হাজরা, শাহজাহান আলম, এনায়েতুর রহমান খান, মো: লুৎফর রহমান, মো: তসলীম উদ্দিন শেখ, শেখ আবদুল হাকিম,  মোহাম্মদ কায়কোবাদ, বিমল কর, ফজলে সাদাইন খোকন, সুভাষ সাহা, আবদুল মোমেন জোয়ার্দার, আমিনুল ইসলাম সুরুজ, মো: মুজিবুর রহমান, নিহার রঞ্জন দাস, অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, গোবিন্দ কু-ু, সঞ্জিত কুমার দে, বীরেন দাস বীরু, মো: আবদুল খালেক,  মো: মোজাম্মেল হক, কানাই লাল শর্মা, মঈন সিনহা ও আবুল কাশেম খাঁন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ