গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড-২০২২ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।
নেপাল ও বাংলাদেশের মধ্যে ট্যুরিজম,বিজনেস ও কালচারাল সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নেপালের রাজধানী কাঠমান্ডু নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার ও "নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড-২০২২" প্রদান অনুষ্ঠিত হয়।
সম্প্রতি কাঠমুন্ডুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নেপাল ট্যুরিজম বোর্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসাবিদ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ঢাকায় অবস্থানকারী নেপালী নাগরিক, বিদেশী মুক্তিযোদ্ধা ডঃ ভোলা রিজাল, বিশেষ অতিথি ছিলেন পালেওয়াস সিটি কর্পোরেশনের মেয়র গঙ্গাধর তিওয়ারী, নেপালে বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার এন্ড ডেপুটি চীফ অব মিশন ইসরাত জাহান প্রমুখ। নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট দীনদয়া রিজালের সভাপতিত্বে ও কনভেনার ইমদাদুল হক তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশী, নেপালী ও ভারতীয় অতিথিগণ উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহনকারী নেপাল ও বাংলাদেশের আমন্ত্রিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নেপালের পাঁচজন ও বাংলাদেশের ১০ জন গুণীব্যাক্তিকে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় "নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। বাংলাদেশী এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এছাড়াও এওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশী অন্যান্য গুনীজনরা হলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাঃ নিজামুল হক নাসিম, বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, আবাসন শিল্পে নতুনধরার এমডি ড. মোঃ সাদী উজ জামান, দুবাই প্রবাসী নারী ব্যবসায়ী শেফালী আক্তার আখি, ওমান প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম, নারী নেত্রী, কবি, সংগঠক ও সমাজ ফারহানা আইরিন প্রমুখ।
অধ্যাপক ড আ. ক. ম জামাল উদ্দীন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সম্মাননা প্রাপ্ত হয়েছেন। তিনি বাংলাদেশসহ ইন্ডিয়ান, নেপাল, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকে সম্মাননা অর্জন করেছেন।
উল্লেখ্য, তিনি অধ্যাপনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার হিসাবে ছাত্র শিক্ষকদের কল্যাণে কাজ করছেন এবং সামাজিকভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। সিলেটের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি খাদ্য সামগ্রী প্যাকেট প্রদান করে মানবতার উজ্জ্বল দৃষ্টি স্থাপন করেছেন। ঢাবি শিক্ষক সমিতির আগামী নির্বাচনে তিনি সভাপতি পদপ্রার্থী হয়েছেন।
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন স্বশরীরে উপস্থিত হতে না পারায় তার পক্ষে প্রধান অতিথির হাত থেকে ক্রেস্টটি গ্রহণ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের মিডিয়া সেলের প্রধান ইমদাদুল হক তৈয়ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।