Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে টি-২০ বিশ্বকাপ তারকার খোঁজে বিসিবি!

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘আমাদের লক্ষ্য এই বিশ্বকাপ না, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ’- অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার অবশ্য ২০২৪ বিশ্বকাপ নিয়ে বেশ গোছালো পরিকল্পনায় বিসিবি। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএল দিয়েই সেই পরিকল্পনার শুরু। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি। এই ফরম্যাটকে আমরা যথেষ্ট গুরুত্ব দেই। বিপিএল ছাড়াও টি-টোয়েন্টি ঘরোয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে হচ্ছে। প্রিমিয়ার ডিভিশনে হলে অনেক প্লাস পয়েন্ট হবে। সেই হিসেবে ২০২৪ বিশ্বকাপ দলের জন্য বিপিএল খুবই গুরুত্বপূর্ণ। যারাই সুযোগ পাবে, অনেক আন্তর্জাতিক ক্রিকেটার এখানে (বিপিএলে) যুক্ত থাকবে। তাদের সাথে পারফর্ম করা কিন্তু অনেক চ্যালেঞ্জের বিষয়। আমি আশা করছি, বিপিএল থেকে কিছু দুর্দান্ত পারফর্মার পাব।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা খোলাসা না করলেও বিপিএল থেকেই যে দল গোছানোর কাজ শুরু হচ্ছে সেটা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। তিনি বলছিলেন, ‘কিছু কিছু প্ল্যান থাকে, যেগুলো আগাম বলাটা মুশকিল। এটা নিজেদের মধ্যেই রাখতে হয়। বিপিএল থেকেই ২০২৪ এ আমরা যে টার্গেট নিয়ে আগাচ্ছি সেটার কাজ শুরু হবে। আমি বলছি, এই বিপিএলটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু দুর্দান্ত পারফর্মার বের করা। কিছু কিছু জায়গায় যে দল খারাপ করছে, সেখানে খেলোয়াড়রা কেমন করছে সেটাও দেখার বিষয়। টোটাল একটা প্ল্যানের মধ্যে যাব। সেজন্য বিপিএলকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
আগামী ৬ জানুয়ারি মিরপুরের হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে এবারের বিপিএল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ