Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাচ্চা চাই, তা মাকে নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

গতকাল ৫৭ বছরের জন্মদিন পালন করেছেন সালমান খান। আগের রাতের পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। মাঝে দুজনের মুখ দেখাদেখি বন্ধ থাকলেও এখন গলাগলি ভাব। অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। তবে অনেকেরই মনে আক্ষেপ, এখনও বিয়ের পিঁড়িতে বসলেন না তাদের প্রিয় অভিনেতা। জানেন কি, কয়েকবছর আগে সালমান বলেছিলেন, বাচ্চা চান তিনি, কিন্তু চান না ‘বাচ্চার মা’!
বাচ্চা ভালোবাসেন সালমান। সেটা ভাতিজা-ভাতিজি আহিল আর আয়াতের সঙ্গে কাটানো ভিডিয়ো দেখলেও বোঝা যায়। ২০১৯ সালে মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে সালমানকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি বাচ্চা চাই। কিন্তু বাচ্চার সঙ্গে তো মা আসবে। আমি সেই মা চাই না। কিন্তু আমার দরকার না হলে কী হবে, ওদের তো মা দরকার। যদিও আমার একটা গোটা গ্রাম আছে ওদের দেখভাল করার জন্য।’
একাধিক মহিলার প্রেমে পড়েছেন সালমান খান। ১৯৯১-৯৯ অবধি প্রেম করেন সোমি আলির সঙ্গে। তারপর মডেল সঙ্গীতা বিজলানি, অভিনেতা ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ। বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সালমান। মাঝে পূজা হেগড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর রটে যায়। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি সালমানের তরফে। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ