Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঠমান্ডু এসএ গেমস বাংলাদেশের পদক বাড়ছে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৯:১১ পিএম

সর্বশেষ ২০১৯ সালের ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডু ও পোখরায় অনুষ্ঠিত হয়েছে ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসের খেলা। আগামী বছর পাকিস্তানের ইসলামাবাদে বসার কথা এসএ গেমসের ১৪তম আসর। তবে এর আগেই সুসংবাদ পেল বাংলাদেশ। কাঠমান্ডু এসএ গেমস শেষ হওয়ার ৩ বছর পর জানা গেল ওই আসরে দুইটি পদক বাড়ছে বাংলাদেশের।

কাঠমান্ডু এসএ গেমসের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে বাংলাদেশ পেয়েছিল দু’টি ব্রোঞ্জপদক। তবে ওই আসরে পাকিস্তানের অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এই ডিসিপ্লিনে আরও দুই পদক পাওয়ার সুযোগ এসেছে লাল-সবুজদের সামনে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। তিনি জানান, কাঠমান্ডু এসএ গেমসে অ্যাথলেটিক্সের পুরুষ ৪*১০০ ও ৪*৪০০ মিটার রিলে এ দুই ইভেন্টে ব্রোঞ্জপদক পেয়েছিল পাকিস্তান। আর বাংলাদেশের অ্যাথলেটরা হয়েছিলেন চতুর্থ। কিন্তু পরবর্তীতে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ঝুলে থাকে পাকিস্তানের পদকপ্রাপ্তি। তবে কয়েক দিন আগে আয়োজকরা তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেখানে পাকিস্তানের পদক বাতিল ঘোষণা করা হয়েছে বলে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে জানানো হয়। তাতে বাংলাদেশের আরও দুই পদক প্রাপ্তি অনেকটা নিশ্চিত হয়ে গেছে। আব্দুর রকিব মন্টু বলেন, ‘সম্প্রতি কাঠমান্ডু এসএ গেমসের আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে কাঠমান্ডু গেমসে আমাদের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের পদক বেড়ে এখন ২ থেকে ৪ হবে। আগে ছিল একটি রৌপ্য ও ব্রোঞ্জপদক।’

তবে পদক বাড়ার বিষয়ে এখনও কিছু জানে না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ প্রসঙ্গে বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন,‘কাঠমান্ডু এসএ গেমসের আয়োজকরা আমাদেরকে এখনও চূড়ান্ত কিছু জানায়নি। তথ্যটি সম্পর্কে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ