মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লিতে পার্ক করা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এক তরুণ। এতে আরও ২০ গাড়ি পুড়ে যায়। গতকাল সোমবার ভোরের এই ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরেই এ কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত ওই তরুণ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দিল্লি পুরনিগমের সুভাষ নগরে একটি বহুতল পার্কিং লটে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্তে নেমে যশ অরোরা নামে দিল্লির এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তিনি পশ্চিম দিল্লির সুভাষ নগরের বাসিন্দা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হোন্ডা সিআরভিতে চড়ে গত সোমবার ভোরে ওই পার্কিং লটে ঢুকেছেন যশ। এর পর ওই পার্কিং লটে দাঁড় করানো একটি মারুতি অর্তিগা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন তিনি। ওই ফুটেজের সূত্র ধরে যশের গাড়িকে চিহ্নিত করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, যশ স্বীকার করেছেন, ঈশান নামে এক যুবকের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরেই এ কাজ করেছেন তিনি। ঈশানের গাড়িটি পুড়িয়ে দেওয়ার জন্যই তার গাড়িতে আগুন
লাগিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।