Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ কোটি বছরের ডাইনোসর ফসিল থেকে জানা গেল তার শেষ খাবার কী ছিল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

আজ থেকে ১২ কোটি বছর পূর্বে চার পাখার ডাইনোসরেরা চীনের বনাঞ্চলে বিচরণ করতো। ডাইনোসর হলেও এর আকৃতি ছিল এখনকার কাকের সমান। মাইক্রোর্যাপ্টরস নামে পরিচিত এই ডাইনোসর প্রজাতির বিষয়ে গবেষকরা এরইমধ্যে অনেক কিছু নিশ্চিত হয়েছেন। তবে তারা কি খেত এবং কীভাবে খেত তা এখনও জানা যাচ্ছিল না। এবার সেই রহস্যেরও একটি কূল করা গেলো। সায়েন্স অ্যালার্টের এক রিপোর্টে জানানো হয়েছে, সম্প্রতি মাইক্রোর্যাাপ্টরসের এমন একটি ফসিল আবিষ্কার হয়েছে যা থেকে এর সর্বশেষ খাবার কি তা জানা গেছে। বিস্ময়কর হলেও মাইক্রোর্যাপ্টরসটি একটি স্তন্যপায়ী প্রাণীকে খেয়েছিল। এ নিয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যানস লারসন বলেন, আমরা প্রথমে এটা বিশ্বাসই করতে পারছিলাম না। তবে এর পেটে আসলেই একটি ছোট ইঁদুরের মতো স্তন্যপায়ী প্রাণীর পা ছিল, যা প্রায় এক সেন্টিমিটার লম্বা। এই দীর্ঘ বিলুপ্তপ্রায় প্রাণীদের খাদ্য গ্রহণ সম্পর্কে আমাদের কাছে এই আবিষ্কারগুলিই একমাত্র দৃঢ় প্রমাণ। পাশাপাশি এগুলো বেশ বিরলও বটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ