Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিশ্বের আর্থ-বাণিজ্যিক সংঘাত বাড়ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম

অক্টোবর মাসে বিশ্বের আর্থিক সংঘাত সূচক থেকে জানা যায়, বিশ্বের আর্থিক সংঘাত ধীরে ধীরে বাড়ছে এবং পরিস্থিতি অবনতি হচ্ছে। আজ (মঙ্গলবার) চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিলের মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্যের সংঘর্ষের সূচক ছিল ১৮৩, যা অগাস্ট মাসের চেয়ে ২১ পয়েন্ট বেশি। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০৮ পয়েন্ট বেড়েছে। মুখপাত্র ইয়াং ফান জানান, অক্টোবর মাসে বাণিজ্যিক সংঘাতের সূচক ছিল ২৫৩ পয়েন্ট, যা সেপ্টেম্বর মাসের চেয়ে ৭০ পয়েন্ট বেড়েছে। এতে বোঝা যায় বিশ্বের আর্থ-বাণিজ্যিক সংঘাত আরো অবনতি হচ্ছে।

যুক্তরাষ্ট্র, ইইউ, ভারত ও ব্রাজিল হল বিশ্বের আর্থ-বাণিজ্যিক সংঘাত সৃষ্টিকারী প্রধান দেশ। বিষয়গত দিক থেকে, আমদানি-রপ্তানি, অন্যান্য নিষেধাজ্ঞা ব্যবস্থা এবং প্রযুক্তিগত বাণিজ্যিক ব্যবস্থার সূচক সবচেয়ে বেশি।

আর মেশিনারি লোহা ও ইস্পাত দ্রব্য, শস্য ও গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ খাতের সংঘাত তুলনামূলক বেড়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ