Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস সংক্রমণকে ‘বি’ শ্রেণীর রোগ হিসেবে চীনের নতুন ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৭:২৯ পিএম

দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন বিভাগ ভালোভাবে এবং স্থিতিশীলভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য একে ‘বি’ শ্রেণীর সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করেছে চীন।

চীনের রাষ্ট্রীয় পরিষদের মহামারি প্রতিরোধ বিভাগ ‘করোনাভাইরাস সংক্রমণে ‘বি’ শ্রেণীর মহামারি তত্ত্বাবধান প্রস্তাব’, ‘করোনাভাইরাসের সংক্রমণকে ‘বি’ শ্রেণীর রোগ হিসেবে পরীক্ষার প্রস্তাব’, ‘গুরুত্বপূর্ণ গোষ্ঠী, সংস্থা ও জায়গায় ভাইরাসের ‘বি’ শ্রেণীর প্রতিরোধ নির্দেশনা’, ‘জনগণের ব্যক্তিগত সুরক্ষা গাইড’ এবং ‘ভাইরাস প্রতিরোধ প্রশিক্ষণ প্রস্তাব’-সহ পাঁচটি দলিল ঘোষণা করেছে।

এতে বলা হয়, চীনে মানুষকে নিউক্লিক এসিড টেস্ট করতে হবে না। গুরুত্বপূর্ণ শিল্পের লোকজন যদি আক্রান্ত হয় তাহলে বিশ্রাম নিতে হবে। রোগাক্রান্ত অবস্থায় অফিসে যাওয়া যাবে না।

মহামারি গুরুতর হলে বিভিন্ন সংস্থার উচিত অফিসের ভিন্ন সময় নির্ধারণ করা, সরাসরি সম্মেলন কমানো-সহ ভিন্ন ব্যবস্থা নেওয়া। যাতে মহামারির সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ