Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা বোঝাই ৭ নৌকা ফেরত

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই ৭ নৌকাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার সকালে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা ও দমদমিয়া পয়েন্ট দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গাদের বহন করা নৌকাগুলো অনুপ্রবেশের চেষ্টা চালায়। পরে তারা বিজিবির সদস্যদের বাধার মুখে নাফ নদী দিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, সকাল আটটা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও দমদমিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে।
প্রতিটি নৌকায় ১৫-১৮ জনের মতো রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ থাকলেও নৌকায় শিশুর সংখ্যা ছিল অনেক বেশি। সব কটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা পাশাপাশি নজরদারি অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ