মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের গুজরাট রাজ্যের নাদিয়াদে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, মেয়ের অশ্লীল ভিডিও প্রচারের প্রতিবাদ করায় কয়েকজন মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার চাকলাসি গ্রামে ওই বিএসএফ সদস্য অভিযুক্ত ১৫ বছর বয়সী কিশোরের বাড়িতে যান। ওই কিশোরই তাঁর মেয়ের ভিডিও অনলাইনে পোস্ট করেছিল। কিশোরের পরিবারের সদস্যরা তাঁকে সেখানেই পিটিয়ে হত্যা করেন। জানা গেছে, বিএসএফ জওয়ানের কিশোরী মেয়েটি ও অভিযুক্ত কিশোর একই বিদ্যালয়ে পড়ে। তাদের মধ্যে সম্পর্ক ছিল।
বিএসএফ সূত্র জানিয়েছেন, মেয়ের একটি অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিএসএফ জওয়ান কিশোরের পরিবারের সঙ্গে কথা বলার জন্য যান।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, গত শনিবার রাতে বিএসএফ জওয়ান তাঁর স্ত্রী, দুই ছেলে এবং ভাগনেকে নিয়ে কিশোরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কিশোরের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এর প্রতিবাদ করলে কিশোরের পরিবারের লোকজন তাঁদের ওপর আক্রমণ করেন। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।