Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুরকিনা ফাসোতে ল্যান্ডমাইন বিস্ফোরণে ১০ বাস আরোহী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৯:৫০ এএম

সহিংসতায় বিধ্বস্ত পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মূলত ল্যান্ডমাইনে একটি মিনিবাস আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে।
আফ্রিকার এই দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনের দিন নাইজারের সীমান্তের কাছে পূর্বাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহতের পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর ফাদা এন’গৌরমা বলেছেন, কিছু যাত্রী এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি বলছে, বুরকিনা ফাসোসহ এর প্রতিবেশী দেশগুলো ২০১৩ সাল থেকে জিহাদি বিদ্রোহের মুখোমুখি হয়েছে। এই সংকটের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
অবশ্য সামরিক বাহিনী গত জানুয়ারিতে বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করে। এরপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে সহিংসতা এখনও চলছে।
মূলত সন্ত্রাসী ও জঙ্গি হামলার ক্রমবর্ধমান সংখ্যার কারণে ক্ষুব্ধ সেনা কর্মকর্তারা চলতি বছরের জানুয়ারি মাসে বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সহিংসতার মাত্রা এখনও অনেক বেশি। সূত্র : বিবিসি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ