Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরানের পরমাণু সমস্যা সমাধানে চীন অব্যাহতভাবে কাজ করবে: মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১০:২৬ পিএম

ইরানের পরমাণু সমস্যাটি রাজনৈতিকভাবে সমাধানের জন্য চীন অন্যান্য পক্ষের সঙ্গে একযোগে কাজ করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কআ বলেছেন।

মাদাম মাও নিং বলেন, ইরানের সার্বিক পরমাণু চুক্তি পুনরুদ্ধারের আলোচনা মৌলিক পর্যায়ে এসেছে। পরিস্থিতি বেশ জটিল ও কঠিন হয়ে পড়েছে। তারপরও চুক্তি স্বাক্ষরের আশা রয়েছে। বিভিন্ন পক্ষের উচিত কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করে সার্বিক চুক্তি পুনরুদ্ধার করা।

চীনা মুখপাত্র আরো জানান, চীন আন্তর্জাতিক পরমাণু বিস্তার রোধ ব্যবস্থা রক্ষা করবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ